বুধবার (২৩ অক্টোবর) কিউলেক্স মশা নিধন কার্যক্রমের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন চলছিল ডিএনসিসির গুলশানের নগর ভবনে। এতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভবনের বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত একটি ট্রান্সফরমারে গোলযোগ হওয়ায় এমন বিভ্রাট তৈরি হয়। তবে জেনারেটর বা বিকল্প ব্যবস্থা না থাকায় অন্ধকারে নেমে আসে পুরো ভবনে। এদিকে মোবাইলের লাইট জ্বালিয়ে দাফতরিক কাজ করতে দেখা যায় সিটি করপোরেশনের কর্মকর্তাদের। পরে সিটি করপোরেশন বন্ধ ঘোষণা করা হয়।
অন্যদিকে নগর ভবনে এমন বিদ্যুৎ গোলযোগ বেশ হাসি তামাশার জন্ম দেয় এখানে আসা সেবা প্রার্থীদের মধ্যে। মিরপুর থেকে আসা এক ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, সিটি করপোরেশন আমাদের সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিষ্ঠান। সেই দফতরের যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিভাবে হয়? এই যে আমার কাজ থেমে আছে। জেনারেটর বা বিকল্প ব্যবস্থা তো থাকবে।
বিদ্যুতের এমন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের শেষে মেয়র আতিকুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দেখছি বিষয়টি কি করা যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচএস/ওএইচ/