শুক্রবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গভর্নিং বডির সভায় সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় স্থায়ী মিশনের প্রতিনিধি এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজমসহ পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
২৮ অক্টোবর শুরু হওয়া গভর্নিং বডির এ সভা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবং ৮ নভেম্বর শ্রম প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
জিসিজি/এএ