ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হচ্ছে আলাদা মেডিক্যাল ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হচ্ছে আলাদা মেডিক্যাল ইউনিট

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস, কারাগার এবং অন্য সংস্থাগুলোর চিকিৎসা সেবা দিতে একটি আলাদা মেডিক্যাল ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (৩ নভেম্বর) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কারাগারে হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই।

ডাক্তারের সঙ্কট যাতে না হয় সেজন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেডিক্যাল ইউনিট গঠন করছি। যেটা পুলিশের নিয়ন্ত্রণেই থাকবে। এখানে যে ডাক্তাররা আসবে সেই ডাক্তারদের পদোন্নতি, বেতন-ভাতা অন্য ডাক্তাররা যে সুযোগ-সুবিধা পান এখানে আসলেও সেই সুযোগ-সুবিধা পাবেন। তাদের বেতন-ভাতা, পদোন্নতি সেইভাবে বাড়াবো আমরা। নতুন একটা নীতিমালা তৈরি করেছি, এ নীতিমালা অনুযায়ী ডাক্তার নিয়োগ দেবো।

‘যেখানে যেখানে ডাক্তারের প্রয়োজন হবে যেমন- কারাগার, ফায়ার সার্ভিস, বিজিবির হাসপাতাল রয়েছে সেগুলোতে এখান থেকে ডাক্তাররা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডাক্তাররা যে ধরনের সুযোগ-সুবিধা, পদোন্নতিসহ অন্য সুবিধা পায় সেভাবে এ ডাক্তারাও পাবেন। ’

আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত মেয়াদে পুলিশের ৮০ হাজার জনবল বেড়েছে। জরাজীর্ণ থানাগুলোতে নতুন ভবন করেছি। পুলিশের নতুন ১৫টি ইউনিট গঠিত হয়েছে। এয়ার উইং করতে যাচ্ছি। আমরা হেলিকপ্টার সংযোজন করতে যাচ্ছি। তার জন্য প্রক্রিয়া শুরু করছি।

বর্ডার গার্ডের সক্ষমতা বাড়াতে পাঁচটি রিজিউন গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বর্ডারে রোড করার পরিকল্পনা নিয়েছি, বর্ডার এলাকাগুলো থেকে দুর্গম এলাকায় যেতে একদিন লেগে যায় সেই জায়গায় যেতে হেলিকপ্টার খুব শিগগিরই বিজিবি’র বহরে যোগ দেবে।

মাদকের বিষয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের যুবক এবং ছাত্ররাসহ অনেকেই মাদকাসক্ত হচ্ছে। হিরোইনের পর ইয়াবা, এটা এতোই ভংকর যারা সেবন করছে তারা নিজেকে নিজেই শেষ করছে। আমরা জাতি সম্পদ হারাচ্ছে। আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি মাদক নিয়ন্ত্রণের জন্য।

‘সরকারি চাকরিতে ঢোকার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, এটা ইমপ্লিমেন্টও ধীরে ধীরে হচ্ছে। ডোপ টেস্টের মাধ্যমে সবাইকে টেস্ট করা হবে, যারা প্রথম সরকারি চাকরিতে যাবেন। মাদক যারা ব্যবহার করেন এ ডোপ টেস্টে ধরা পড়লে তারা চাকরি পাবেন না। ’

ডোপ টেস্টে কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো বিভাগ আছে সবগুলোয় চালু হয়েছে। প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সেটা আমরা সিভিল সার্জনকে জানিয়ে দিয়েছি। এটা আরও যাতে সবখানে হয় আমরা সেটা দেখবো।

বুয়েটের আবরার হত্যা মামলার অভিযোগপত্র প্রসঙ্গে এক প্রশ্নে মন্ত্রী বলেন, একটা নির্ভুল অভিযোগপত্র (চার্জশিট) না দিলে বিচারটাও নির্ভুল হয় না। নির্ভুল চার্জশিট দেওয়ার জন্য সব তথ্য পুলিশের কাছে এসে গেছে। আমরা খুব শিগগিরই দিয়ে দেবো। আমি প্রায়শই যোগাযোগ করি কোন পর্যন্ত এগিয়েছে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে। আবার এখনও পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি এমন অনেক ঘটনা আছে কিন্তু। তিনি বলেন, সাগর-রুনির ঘটনা আজ থেকে প্রায় আট বছর আগের। এটা উচ্চ আদালত নির্দেশনা র‌্যাব তদন্ত করছে। র‌্যাবের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এগিয়ে চলছে। আমরা মনে করি তারা (র‌্যাব) একটা ফাইনাল স্টেজের দিকে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।