ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৬ ব্যবসায়ীর অর্থদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
দোহারে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৬ ব্যবসায়ীর অর্থদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দেড় টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত ৬  ব্যবসায়ীকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। 

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- মো. আলমগীর, গৌর কুণ্ডু, আব্দুল জলিল, মদন মোহন বণিক, মো. মোকছেদ আলী ও মো. মিরাজ।

সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

তানজীদ আহমেদ বলেন, অভিযানে উপজেলার জয়পাড়া বাজারের পাঁচটি দোকান ও একটি গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।  

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে এবং চলমান থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।