ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ এডিবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ এডিবির এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)

ঢাকা: সব ধরনের প্রকল্প বাস্তবায়নে আরও সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

মঙ্গলবার (৫ নভেম্বর) নগরীর হোটেল ওয়েস্টিনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা  ও জবাবদিহিতা বাড়াতে আর্থিক ব্যবস্থাপনায় একটি আঞ্চলিক ফোরামের আয়োজন করে সংস্থাটি।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ফোরামটি উদ্বোধন করেন।

বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রায় শতাধিক আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, নিরীক্ষা কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক এই ফোরামে অংশ নেয়।

ফোরামটি পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং এবং আর্থিক রিপোর্টিং সিস্টেমের উন্নতি, ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষণে রূপান্তর, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করবে। একইভাবে সুপ্রিম অডিট সংস্থাগুলো ও উপার্জনভিত্তিক অ্যাকাউন্টিং সম্পর্কিত কাজ অঞ্চলগুলোর অভিজ্ঞতা ভাগভাগি করে নেবে।
বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাগত বক্তব্যে বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই এসব প্রকল্পের সুফল মিলবে। ফলে দেশ ও জাতি উপকৃত হবে। জনসেবামূলক কাজের উন্নতি করতে হবে। এসব কাজে জবাবদিহিতা জোরদার করাও জরুরি। দারিদ্র্য হ্রাস ত্বরান্বিত করতে ও টেকসই উন্নয়ন অর্জনের জন্য শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের ব্যয় করা প্রতিটি ডলার যথাযথভাবে জবাবদিহি করা হয়েছে। একইভাবে জনসাধারণের ব্যয়ের ক্ষেত্রে আমাদের সবার নৈতিক ও আইনি  দায়িত্ব রয়েছে। এ অঞ্চলে আরও উন্নত জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনা দরকার। সরকারি কার্যক্রমের দক্ষতা ও স্বচ্ছতা উন্নত করতে হবে। প্রকল্প ও সব ধরনের কাজে সাধারণ জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।

‘চূড়ান্ত দারিদ্র্য নিরসনে অবদান রেখে যাচ্ছে এডিবি। সংস্থাটি একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্ত, স্থিতিশীল এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগর গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৮ সালে এটি ২১ দশমিট ৫ বিলিয়ন ডলার পরিমাণে নতুন ঋণ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সংস্থাটি এ অঞ্চলের উন্নয়ন কাজ করে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআইএস/এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।