ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ’ বক্তব্য রাখছেন এমপি শিরিন আখতার।

ফেনী: ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ। এ ধরনের শিশুদের অতিরিক্ত যত্নের সঙ্গে মাতৃস্নেহ দেওয়া আমাদের দায়িত্ব।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ফেনীর পাঠান নগরে ফেনী জেলা প্রতিবন্ধী কমপ্লেক্সের (বিদ্যালয়) অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
শিরিন আখতার বলেন, মাতৃত্বকালীন মায়েদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে সমাজে প্রতিবন্ধীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

এছাড়া সঠিক পরিচর্যা পেলে একজন প্রতিবন্ধী ও সাধারণ শিশুদের মতো বড় হয়ে দেশ ও জাতির উন্নয়নে সমান ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের, ভূমি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসেন, ফেনী ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন,  পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।  

আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মো. লোকমান হোসেন ভূঁইয়াসহ স্কুলটির শিক্ষক ও অভিভাবককরা।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯ 
এসএইচডি/এফএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।