কবির ৬৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিএম কলেজের শিক্ষক মিলনায়তন ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিএম কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কল্পনা রানী নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. আল আমিন সরোয়ার।
প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক। আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোমনাথ মন্ডল, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক অলকা রানী সরকার।
এছাড়া আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জীবনানন্দ দাশের জীবন ও কর্ম সম্পকে তথ্যচিত্র প্রদর্শন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সংগীতা সরকার।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএস/ওএইচ/