ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রকল্প অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
শিক্ষকদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রকল্প অনুমোদন শিক্ষকদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রকল্প অনুমোদন। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে প্রতিটি বিদ্যালয় থেকে কমপক্ষে দু’জন করে মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষায় দক্ষতা বাড়াতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা। 

বুধবার (০৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৪তম ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির’ সাব-কম্পোন্যান্ট ১ দশমিক ৫ এর অন্তর্ভুক্ত ‘সিস্টেম্যাটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচারস’র আওতায় ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ‘ট্রেইনিং অব দ্য মাস্টার ট্রেইনারস ইন ইংলিশ’ (টিএমটিই) এর সেবা ক্রয় সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।  

সুবিধাটি ভোগ করবেন ৬৫ হাজার প্রাইমারি স্কুলের ১ লাখ ৩০ হাজার শিক্ষক এবং প্রশিক্ষক থাকবেন ১ হাজার ৯৮০ জন।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২২ মে একনেক সভায় অনুমোদিত হয়। সেখানে প্রকল্পের মেয়াদ উল্লেখ করা হয় ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। এই প্রকল্পের সাব-কম্পোন্যান্ট ১ দশমিক ৫ এ ‘সিস্টেম্যাটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচারস’র আওতায় সারা দেশের প্রতিটি বিদ্যালয় থেকে কমপক্ষে দু’জন করে মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষাদানে দক্ষতা বাড়াতে প্রকল্পের ডিপিপি অনুসারে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় অঞ্চলভিত্তিকভাবে দেশের মোট ১৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ১ হাজার ৯৮০ জন (মূল ডিপিপিতে ১ হাজার ১৪০ জন) মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের মাধ্যমে পোল গঠন করা হবে।  

ডিপিপি অনুযায়ী, প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য একক উৎসভিত্তিক ক্রয় পদ্ধতিতে ব্রিটিশ কাউন্সিলের অনুকূলে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) পাঠানো হলে উক্ত প্রতিষ্ঠান আনুষ্ঠানিক প্রস্তাবনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠায়।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকায় সেবা ক্রয়ে চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে ‘ট্রেইনিং অব দ্য মাস্টার ট্রেইনারস ইন ইংলিশ’ সিসিজিপির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯ 
জিসিজি/কেএসডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।