বুধবার (০৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
চরের জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা বাড়াতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রাম ও গাইবান্ধার ৬৫টি চরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কারিগরি শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো, আর্থিকসহ সামাজিক উন্নয়নে কাজ করছে দাতা সংস্থা এরিক্সজলপেন এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও সুশাসন বিষয়ে সচেতনা বাড়াতে কুড়িগ্রাম সদরে ১৭টি, চিলমারীতে ১৭টি, রাজিবপুরে ৪টি এবং রৌমারীতে ৪টি চরে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। প্রকল্পের আওতায় কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন চরে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ৩৫৫টি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এরমধ্যে কুড়িগ্রামে ২৫৯টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এফইএস/এবি/ এইচএডি