ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।

তবে তখন রো রোসহ ৭টি ফেরি চলাচল করছিল।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে দুপুরের দিকে আবহাওয়া খারাপ হয়ে উঠলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পদ্মানদী উত্তাল হয়ে উঠেছে। এজন্য কর্তৃপক্ষের নির্দেশে শনিবার ভোর থেকে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরে পদ্মা আরও উত্তাল হয়ে ওঠায় শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

এদিকে দুপুরের পর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। হালকা ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটেই যাত্রী ও পরিবহনের ভিড় রয়েছে।

বিআইডব্লিউটিএ'র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।