ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

মাদারীপুর: আবহাওয়া স্বাভাবিক থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নদীপথে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকেই এ রুটে লঞ্চ-স্পিডবোট ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করেছে।  

এর আগে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে ৯ নভেম্বর (শনিবার) থেকেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকার পর সোমবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল থেকেই লঞ্চ-স্পিডবোট ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।  

ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে কর্মব্যস্ততা ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।