বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের সূত্র বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
এর আগে ১১ নভেম্বর থেকে তার সাতদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে সংস্থাটি।
গত ৩ নভেম্বর সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম তার সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত ২৭ অক্টোবর ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে লোকমানের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২৬ সেপ্টেম্বর তেজগাঁওয়ের মণিপুরিপাড়ার বাসা থেকে লোকমানকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/