ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান

ঢাকা: রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে কামরুল আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কামরুল আহসান বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিসিএস ফরেন ক্যাডারে ১৯৮৫ সালে যোগ দেন। এর আগে তিনি লন্ডন, ওয়াশিংটন, দুবাই ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তিনি সচিব পদ মর্যাদায় উন্নীত হন।

তিনি রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হকের পদে স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।