ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি ৩য় শ্রেণির কর্মচারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
৩০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি ৩য় শ্রেণির কর্মচারীদের

ঢাকা: মহার্ঘ ভাতা মূল বেতনের ৩০ শতাংশ এবং চিকিৎসা ভাতা তিন হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বাংলাদেশ তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সবশেষ ২০১৫ সালে  জাতীয় বেতন স্কেল দেওয়ার পর ইতোমধ্যে প্রায় ৩২ শতাংশ মুদ্রাস্ফীতি ও গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজীয় দ্রবাদির মূল্য অধিকহারে বেড়েছে।

ওষুধের দাম ও চিকিৎসাব্যয় বাড়ায় সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। তাই মূল বেতনের ৩০ শতাংশ মহার্ঘ ভাতা ও চিকিৎসা ভাতা তিন হাজার টাকায় উন্নীতের জোর দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের মতো সচিবালয় বহির্ভূত দপ্তর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরসহ সমমানের সমমর্যাদার কর্মচারীদের পদবি প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও বেতনস্কেলসহ প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতনস্কেল দিতে হবে।

সমিতির সভাপতি মো. মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হারুন উর রশিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহ্ মো. শফিউল হক, সমিতির মহাসচিব লুৎফর রহমান, কার্যকরী সভাপতি নাজমা আক্তার, মো. সালজার রহমান, সহ-সভাপতি আবদুল মান্নান হাজারী, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, নূরুন নবী, এ এইচ এম সাইয়াদুল করিম মোল্লা, নজরুল ইসলাম, রায়হান উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।