সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, মিটফোর্ড ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে নকল ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেস্ট কিটের সন্ধান পাওয়া যায়।
এসব নকল সামগ্রী ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া, মানহীন নকল ওষুধ ব্যবহারে রোগীর উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি।
এসব নকল ওষুধ ও মেডিক্যাল সামগ্রী বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পিএম/এএ