ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ৪৪ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বগুড়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ৪৪ ব্যবসায়ী আটক

বগুড়া: বগুড়ায় বেশি দামে লবণ বিক্রির অভিযোগে ৪৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে বগুড়া সদর উপজেলারই ১৭ জন।

এর আগে মঙ্গলবার দুপুরে লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজবের খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন শহরের বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে। এই গুজবের সুবাধে কিছু অসাধু ব্যবসায়ী ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে লবণ বিক্রি করেছেন।

এরপর গুজব মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলাজুড়ে মাইকিং করা হয়। একইসঙ্গে বেশি দামে লবণ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের নামে পুলিশ।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেল থেকেই দোকানগুলোতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। এসময় বাজার মূল্য থেকে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে ৪৪ জন বিক্রেতাকে আটক করা হয়।

আটক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।