ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে দেশি অস্ত্রসহ ৬ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
ওয়ারীতে দেশি অস্ত্রসহ ৬ ডাকাত আটক ওয়ারীতে দেশি অস্ত্রসহ ৬ ডাকাত আটক। ছবি: বাংলানিউজ 

ঢাকা:  রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজার ডিমপট্টি এলাকা থেকে দেশি অস্ত্রসহ ডাকাতচক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

আটকরা হলেন-  সজল (২৭),  আরিফ হোসেন (১৮), আলম (৩২), মিরাজ (২৭), জসিম মিয়া (২৩) ও বসন্ত কুমার (৫০)।

বুধবার (২০ নভেম্বর) র‌্যাব-৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাকাতির উদ্দেশ্যে ওয়ারীর কাপ্তান বাজার ডিমপট্টিতে একত্রিত হয়েছিলেন আটক ৬ ডাকাত সদস্য। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল।  

ডাকাতির জিনিসপত্রসহ ডাকাতদের হাতেনাতে ধরে ফেলে তারা। এসময় আটকদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের দুল, তিনটি চাকু ও সাড়ে ১২ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা রাতের বেলায় পথচারীদের গতিরোধ করে অস্ত্রের ভয়ভীতি ও  জখম করে তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। দলটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ওয়ারীর কাপ্তান বাজার ডিমপট্টি এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএমআই/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।