ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে হাসানপুর সেতু উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
মিঠামইনে হাসানপুর সেতু উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কে নির্মিত হাসানপুর সেতুর উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের সেতুটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। এর আগে, ২০১৭ সালের ২৯ নভেম্বর সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আর্থিক অনুদানে ১৫৬ দশমিক ৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতুর নির্মাণ ব্যয় ২৩ কোটি ৪৮ লাখ টাকা বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ কিশোরগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, গোপদীঘি ইউনিয়নের সভাপতি আসাদ আলী মাস্টার, গোপদীঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহসহ প্রমুখ।

পরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

** মিঠামইনে সেতুসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।