ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইবিতে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ইবিতে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। ছবি: বাংলানিউজ

ইবি: পাকিস্তান, মায়ানমার মাদক উৎপাদনের কারাখানা। সেখান থেকে মাদক এদেশে প্রবেশ করছে। মাদক আসার এসব রাস্তা বন্ধ করে মাদক সাপ্লাইয়ের উৎস পুলিশকে খুঁজে বের করতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে যেন মানুষ চাইলেও মাদক সেবন করতে না পারে। সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থায়ীভাবে দমনে দরকার মোটিভেশন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প-বিপ্লবের অগ্রযাত্রা যেভাবে শুরু হয়েছে, তাতে পার্টনারশিপ ছাড়া কখনো উন্নতির চরম শিখরে পৌঁছানো সম্ভব হবে না।

বাংলাদেশ অতীতের যেকোন অবস্থান থেকে অনেকাংশে এগিয়েছে। কিন্তু এগুলো সব ধূলিস্যাৎ হয়ে যাবে যদি এদেশের যুব সমাজ মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদে বুঁদ হয়ে থাকে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, মাদক সব সময় আপনাকে ঘোরের মধ্যে রাখবে, আপনি স্থির থাকতে পারবেন না। গাঁজা টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায় কিন্তু শরীর-জীবনের একতারা ছিঁড়ে যায়।  

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা প্রাশাসক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্ঠা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ। সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ শেষে লালন একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।