বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান নিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার আমাদের শত্রু রাষ্ট্র নয়। দেশটি আমাদের বন্ধু রাষ্ট্র। তাই আমাদের সেনাবাহিনী প্রধান মিয়ানমারে গেলে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার নতুন দ্বার খুলবে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলেও যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এএটি