ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তিরক্ষায় একত্রে কাজ করবে বাংলাদেশ-ইথিওপিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
শান্তিরক্ষায় একত্রে কাজ করবে বাংলাদেশ-ইথিওপিয়া

ঢাকা: দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি শান্তি রক্ষায় একযোগে কাজ করবে বাংলাদেশ-ইথিওপিয়া। এছাড়া দুই দেশ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা করবে। 

বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে ফরেন অফিস কন্সালটেশন বৈঠকে এসব আলোচনা হয়েছে। বুধবার ( ২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কন্সালটেশন বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর ইথিওপিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহালেত হাইলু গোয়াডে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সাংস্কৃতিক, পোশাক শিল্প, ‌ঔষধ ইত্যাদি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।  

আগামী বছর আদ্দিস আবাবায় বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে ফরেন অফিস কন্সালটেশন বৈঠক হওয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।