বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে ফরেন অফিস কন্সালটেশন বৈঠকে এসব আলোচনা হয়েছে। বুধবার ( ২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কন্সালটেশন বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর ইথিওপিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহালেত হাইলু গোয়াডে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সাংস্কৃতিক, পোশাক শিল্প, ঔষধ ইত্যাদি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
আগামী বছর আদ্দিস আবাবায় বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে ফরেন অফিস কন্সালটেশন বৈঠক হওয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এমএ