ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ মো. মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজে আসা ওই যাত্রীকে আটক করা হয়।  

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে কাস্টমস হাউস।

কাস্টমসের সি শিফট ভোরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮-এর যাত্রী মুরশেদ গ্রিন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।  

এসময় এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরে মুরশেদকে আটক করে কাস্টমস হাউস।  

বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।