ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় স্বর্ণের দোকানে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
পত্নীতলায় স্বর্ণের দোকানে চুরি

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা বাজারের ‘মেরিনা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান ওই দোকানের মালিক তাবারক হোসেন।  

এতে ওই দোকানে থাকা ৬ ভরি স্বর্ণ, ৪০ ভরি চান্দি ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

তাবারক হোসেন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকারে তালা লাগিয়ে বাসায় যান তিনি। সোমবার সকালে দোকানে এসে দেখতে পান স্যাটার ভাঙা এবং সিন্দুক ভেঙে মালমালসহ নগদ টাকা নিয়ে গেছে চোররা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, দোকান মালিকের দেওয়া তথ্য অনুযায়ী তার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।