ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
সৈয়দপুরে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে টিউবওয়েল তুলে দিচ্ছেন মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকার দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দ করা অর্থে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৬০টি টিউবওয়েল বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা পরিষদ চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।

এ সময়  উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের ১৩ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. শামীম চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, সৈয়দপুর উপজেলার কাশিরার বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন দরিদ্র পরিবারের সদস্যদের হাতে টিউবওয়েলগুলো তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে আওতাধীন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর এবং কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী, নিতাই ও পুঁটিমারী ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ৬০টি টিউবওয়েল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।