ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ বছরে পদার্পণ করলো ফেনী রিপোর্টার্স ইউনিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
১০ বছরে পদার্পণ করলো ফেনী রিপোর্টার্স ইউনিটি র‌্যালি, ছবি: বাংলানিউজ

ফেনী: ১০ বছরে পদার্পণ করেছে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের রাজাঝির দীঘিরপাড় এলাকায় ইউনিটি কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরমেয়র হাজী আলাউদ্দিন, ফেনী বিএম’র সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জিপি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন উর রশিদ, ফেনী পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু ও হারুন উর রশিদ, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি পারভেজ ইসলাম হাজারী, অ্যাডভোকেট শাহজাহান সাজু, ফেনী জেলা জুয়েলারি সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন প্রমুখ।

ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ও বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।