ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকার একটি পুকুরের পাড় থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- কায়সার আহাম্মেদ (২২), মো. সাঈদী (২২), ফাহিম (১৯), রুবেল (২৯) ও আকাশ (২৫)।

গোপালদী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে ওই পুকুরের পাড়ে সশস্ত্র ডাকাত দল ডাকাতির জন্য জড়ো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলকে ঘেরাও করে ফেলে পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে গেলেও পাঁচ ডাকাতকে আটক করা হয়।

‘এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি বড় ছোরা এবং দুইটি টুপি উদ্ধার করা হয়। তারা সবাই আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের নিয়ে অন্য ডাকাতদের ধরতে অভিযানে যাওয়ার কথাও রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে উপজেলার চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিককে অপহরণের অভিযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।