ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

বাগেরহাট: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’-এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালিতে জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সভায় বক্তারা দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।