ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হুইলচেয়ারে চেপে শহীদদের প্রতি শ্রদ্ধা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
হুইলচেয়ারে চেপে শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে বিশেষ চাহিদা সম্পন্নরা। ছবি: বাংলানিউজ

সাভার: হুইলচেয়ারে বসে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র’র (সিআরপি) বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

আশরাফুল আলম নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো বিজয় দিবসে এখানে এসে আমরা শ্রদ্ধা জানাই।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে বিশেষ চাহিদা সম্পন্নরা।  ছবি: বাংলানিউজ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমাদের দিয়ে গেছেন তা নিয়ে আমরা স্বপ্ন দেখি। মহান বীরদের যে অসম্পূর্ণ স্বপ্ন তা বাস্তবায়নে আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হই।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।