ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটবাসীর সেবায় নামছে ‘নগর এক্সপ্রেস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সিলেটবাসীর সেবায় নামছে ‘নগর এক্সপ্রেস’ প্রাথমিকভাবে সড়কে নামছে ৪১টি বাস। ছবি: বাংলানিউজ

সিলেট: নগরবাসীর সেবায় সিলেটে নামছে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিস। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নগর ভবনের সামনে এই গণপরিবহনের উদ্বোধন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগর এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
 

নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বাংলানিউজকে বলেন, নগরী ও আশপাশের এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে বহুল প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করছে। নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে মেয়র আরিফুল হক চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এই সার্ভিস চালু হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাসগুলো টুকেরবাজার থেকে বন্দর হয়ে বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ এবং এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতোমধ্যে দক্ষ চালক ও সুপাভাইজার নিয়োগ করা হয়েছে, ভাড়াও নির্ধারিত হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।