ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘দলকানা’ প্রক্টরের পদত্যাগ দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
‘দলকানা’ প্রক্টরের পদত্যাগ দাবি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ দাবি জানান।  

সংবাদ সম্মেলনে রাশেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর আমাদের মার খাইয়েছেন।

তিনি যদি প্রথম দফা হামলার পরে আমাদের উদ্ধার করতেন তাহলে কাউকে নিমর্ম নির্যাতনের শিকার হতে হতো না। আমাদের ওপর যে হামলা করা হয়েছে এর সঙ্গে ঢাবির প্রক্টর ওতপ্রোতভাবে জড়িত। আমরা দালাল-দলকানা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। মুক্তিযুদ্ধ মঞ্চ ও সনজিত-সাদ্দামের নেতৃত্বে আমাদের যারা নির্যাতন করেছেন তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।

তিনি বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা সহায়তা পাইনি। প্রক্টরের দায়িত্বহীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এ হামলায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যয় সরকারের নিতে হবে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন না হলে আমরা রাজপথে নামবো বলে হুঁশিয়ারি দেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ।  

বাংলাশে সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।