ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গরুর মালিক আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন আগে ১৫টি গরু কিনে বাড়িতেই খামার করেছিলাম।

আজ দুপুরে গরুগুলোকে খইল ভেজানো পানি খাওয়ানো হয়েছিল। পানি খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলো কাঁপতে শুরু করে। এরপর ২০ মিনিটের মধ্যেই একে একে ৭টি গরু মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের ধারণা আগে থেকে কেউ ওই খইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে পানি খাওয়ার পরই গরুগুলো মারা যায়। গরুগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য খাবারগুলোর আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে জানা যাবে কিভাবে গরুগুলোর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।