ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে খামারে আগুন, ৪৫ ছাগলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
বিরলে খামারে আগুন, ৪৫ ছাগলের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় একটি খামারে আগুন লেগে ৪৫টি ছাগলের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথ ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

খামারের স্বত্ত্বাধিকারী আদনান বলেন, আগুন লেগে খামারের দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল পুড়ে মারা গেছে। কিভাবে আগুন লেগেছে এ ব্যাপারে আমরা কিছুই বুঝে উঠতে পারছিনা।

খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত আরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।