ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এবার বিপিএম-পিপিএম পদক পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
এবার বিপিএম-পিপিএম পদক পেলেন যারা পদক প্রাপ্ত কর্মকর্তাকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: প্রতিবছর মতো এবারও সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে ১১৮ বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছে।

২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যরা অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদক দেন প্রধানমন্ত্রী।

রোববার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক দেন।

বিপিএম ও পিপিএম পদক পেলেন- (বিপিএম মরণোত্তর) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওয়েন এ এস আই মো. আক্তার হোসেন

বিপিএম (সাহসিকতা) পদকপ্রাপ্ত ১৪ জন হলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ, মোহাম্মদপুর র‌্যাব-২ এর  কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, ঢাকা মহানগর গোয়েন্দা উওর বিভাগের উপ- পুলিশ কমিশনার মশিউর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম,  ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মেজবাহ উদ্দিন আহম্মেদ, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সার্জেন্ট মো. শহীদুল ইসলাম, বগুড়া শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া ও উওরা র‌্যাব-১ এর সৈনিক মো. রাকিব হোসেন।

বিপিএম (সেবা) পদক প্রাপ্ত ২৮ জন হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি বনজ কুমার মজুমদার, খুলনা রেঞ্চের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম, ইবি এয়ার উইং, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম, নৌ পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জামিল হাসান, স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার হাসিবুল আলম, পুলিশ হেডকোয়ার্টার্সের  এআইজি এ এফ এম আনজুমান কালাম, এ আই জি তামান্না ইয়াসমীন, এ আই জি মোহাম্মদ নাসিরুল ইসলাম, এ আই জি মিলন মাহমুদ, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিশেষ পুলিশ (এসবি) সুপার জেরিন আখতার, বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমান, ডিএমপি ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব আল মাসুদ, কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিশুক চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা, পুলিশ হেডকোয়ার্টার্সের  অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল হুদা আশরাফী, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম মিয়া, কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর, সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক ইউনুস আলী শেখ, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ শীল, স্পেশাল ব্রাঞ্চের এএসআই মোহাম্মদ মোহন মিয়া ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কনস্টেবল সালমান হাজারী।

পিপিএম (সাহসিকতা) পদক প্রাপ্ত ২০ জন হলেন-বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার), পিপিএম, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উপ-পরিচালক মেজর এস এম সুদীপ্ত শাহীন, পিপিএম, ইন্টেলিজেন্স উইংয়ের মেজর শাহীন আজাদ বিপিএম, জি+ আর্টিলারি, বরিশাল র‌্যাব-৮ এর মেজর খান সজিবুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের  অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম বিপিএম (বার), নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, পিপিএম, কাউন্টার টেরোরিজম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ রাজেস বড়ুয়া, চট্টগ্রাম রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ, পুলিশ হেডকোয়ার্টার্সের এস আই মো. সোহাগ মিয়া, শ্যামপুর থানার এসআই সোহাগ চৌধুরী, মানিকগঞ্জ সিংগাইর থানার এস আই মো. আল মামুন, টাঙ্গাইল দেলদুয়াল থানার এস আই মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস আই মো. জুলহাজ উদ্দিন বিপিএম, কিশোরগঞ্জ তাড়াইল থানার এস আই রাজীব আহম্মেদ, ডিএমপির ওয়ারী বিভাগের শ্যামপুর থানার এ এস আই মাসুম বিল্লাহ, কাউন্টার টেরোরিজম ইউনিটের এ এস আই সোলাইমান হোসেন, রাজশাহী মহানগর পুলিশের এ এস আই মো. মাইনুল ইসলাম ও কাউন্টার টেরোরিজম ইউনিটের নায়েক মোহাম্মদ রাসেল মিয়া।

পিপিএম (সেবা) পদকপ্রাপ্ত ৫৬ জন হলেন- র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, কক্সবাজার র‌্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ পিপিএম-সেবা, পিএসসি, জিডি (পি), উওরা ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) শাহীনা আমীন, ঢাকা মহানগর পুলিশের উপ- পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ ইফতেখার আহমেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনজুর রহমান পিপিএম, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের মেজর মো. মনিরুল ইসলাম পিপিএম, ইবি ও ইন্টেলিজেন্স উইংয়ের মেজর মাহমুদ হাসান তারিক পিপিএম, আর্টিলারি, পিবিআই যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, পিবিআই ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম, গোপালগঞ্জ সদর সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, ডিবি পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আহম্মেদ, নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  থান্দার খায়রুল হাসান, ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ, এসএসএফ এর এএসপি মো. মিরাজুল ইসলাম, সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা, উওরা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন ও সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, বাগেরহাট জেলার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান, স্পেশাল ব্রাঞ্চ এর পুলিশ পরিদর্শক মো. কাওছার আহম্মেদ, সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন, শাহবাগ থানার  ওসি আবুল হাসান, ডিএমপির আরওআই কাইয়ুম শেখ, গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি  মোহাম্মদ মহসীন পিপিএম, বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ. এম. আব্দুর রহমান মুকুল, শরীয়তপুর ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান, পিবিআই গাজীপুর জেলার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান ও পিবিআই ফেনী জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম, বরিশাল অঞ্চলের হিজলা নৌ পুলিশ ইউনিটের পুলিশ পরিদর্শক মো. বেলাল হোসেন, স্পেশাল ব্রাঞ্চ এর এস আই মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমান, রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার এস আই মো. মামুনুর রশীদ, ঢাকা জেলার গোয়েন্দা শাখার এস আই মো. বিলায়েত হোসেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এস আই মো. ইয়াছিন আরাফাত,  চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী ও শিশু সহায়তা ডেস্কের ইনচার্জ এস আই ইসমাতারা, বগুড়া জেলার গোয়েন্দা শাখার এস আই মো. ওয়াদুদ আলী, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস আই মো. ফিরোজ সরকার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এস আই মো. আক্রাম হোসেন, ঝিনাইদহ জেলার এ এস আই মো. শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার এ এস আই মো. আনোয়ার হোসেন, চাপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এ এস আই বিকাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এএসআই মো. রানা হামিদ, নৌ পুলিশ ঢাকার কনস্টেবল জীবন সিকদার ও খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন এর কনস্টেবল ফয়সাল আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।