ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ২ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ২ জেলে অপহরণ

সাতক্ষীরা: সুন্দরবনে ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে খবির হাওলাদার (২৭) ও রিপন হাওলাদার (২৬) নামে দুই জেলেকে অপহরণ করেছে দস্যু জিয়া বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- খবির হাওলাদার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোকিম হাওলাদারের ছেলে ও রিপন হাওলাদার একই গ্রামের সিরাজুল হাওলাদারের ছেলে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম বাংলানিউজকে জানান, সপ্তাহখানেক আগে কোবাতক বন অফিস থেকে পাস নিয়ে বনে যায় খবির ও রিপন। শুক্রবার ভোরে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় দস্যু জিয়া বাহিনী তাদের অপহরণ করে নিয়ে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।