বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এমনই অভিযোগে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
‘রাজশাহী মহানগর জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি’র ব্যানারে ভেঙে দেওয়া মার্কেটের সামনেই এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি শেখ মো. রেজাউর রহমান দুলাল। এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান রিংকু, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতির জেলার সভাপতি গোলাম সারওয়ার স্বপনসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ‘রাজশাহী মহানগর জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি’র নেতারা বলেন, ১৯৯২ সালে তারা এককালীন টাকা দিয়ে জেলা ক্রীড়া সংস্থা থেকে মার্কেটটির দোকান বরাদ্দ নেন। এরপর থেকে তারা প্রতিমাসে ভাড়া দিয়ে ব্যবসা করে আসছেন। মহানগরীর রেলগেট-আমচত্বর সড়ক সম্প্রসারণের জন্য গত বছর মার্কেট ভাঙতে লাল রঙ দিয়ে চিহ্নিত করে যায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন।
এতে মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ওঠেন। তারা একাধিকবার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডির সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া পুনর্বাসনের জন্যও তারা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। কিন্তু এ সাক্ষাতে কোনো লাভ হয়নি। ২৭ ডিসেম্বর দোকান ভাঙা শুরু হয়। এতে পথে বসেছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ রেজাউর রহমান দুলাল বলেন, বর্তমানে একেকটি দোকানের মূল্য ১৫ থেকে ২০ লাখ টাকা। ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদের কারণে তারা চরম বেকায়দায় পড়েছেন। কষ্টকর হয়ে পড়েছে সংসার চালানো। সন্তানের স্কুলের বেতনও তারা দিতে পারছেন না।
বক্তব্যে তিনি দ্রুত সময়ের মধ্যেই তাদের ক্ষতিপূরণ ও পুর্নবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। একইসঙ্গে সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ বা পুর্নবাসন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি বলেন, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের যে দাবি জানানো হয়েছে তার অবস্থান এর স্বপক্ষেই। তিনিও চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হোক।
কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং রাজশাহী সিটি মেয়র এ বিষয়টি বিবেচনা করা পর্যন্ত তা কোনভাবে সম্ভব নয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএস/এবি