মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় তিনি মারা যান।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে নৌবাহিনীর সিম্যান এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ জেটি দিয়ে যাওয়ার সময় বাণিজ্যিক জাহাজ থেকে নামানো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, সিঙ্গাপুরী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি বাইকিং এমারেল্ড থেকে গাড়ি নামানোর কাজ চলছিল। সেসময় পাশ থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে ওই সাইকেলটির ধাক্কা লাগে। এতে নৌবাহিনীর সিম্যান এরশাদ ও সৈনিক মামুনুর গুরুতর আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যায়।
মোংলা বন্দর কতৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রাহাতও বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসআরএস