মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ ব্যাপারে বাদী হয়ে রৌশন আরা বেগম নামের এক গ্রাহক দুদক চেয়ারম্যান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানানো হয়, রৌশন আরা বেগম বাংলাদেশ সোনালী ব্যাংক সোনাগাজী শাখার একজন নিয়মিত গ্রাহক।
এ ব্যাপারে নিঃসংশয় থাকায় পরবর্তীতে তিনি আর কোনো খোঁজ নেননি। এরই মাঝে গত ২২ জানুয়ারি ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে গেলে রৌশন আরা জানতে পারেন, তার অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি সোনাগাজী শাখার ব্যবস্থাপক ফরহাদ উদ্দিনকে অবহিত করেন রৌশন আরা। সে সময় তিনি বিষয়টির সমধান করবেন বলে আশ্বাস দেন। এরপর ৩ ফেব্রুয়ারি (সোমবার) ছেলে শাহ আজিজুর রহমানকে নিয়ে আবারও ব্যাংকে যান রৌশন আরা। এদিন ওই শাখার ব্যবস্থাপক ফরহাদ উদ্দিনকে বিষয়টি সমাধান করতে পারবেন না বলে জানান।
রৌশন আরার দাবি ব্যাংকের ক্যাশ শাখার অফিসার বরুণ কুমার ও মনিরুল ইসলাম যোগসাজশ করে তার ৫৮ হাজার ৮৩৬ টাকা আত্মসাত করেছেন।
এদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন বরুণ কুমার ও মনিরুল ইসলাম।
এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ উদ্দিন জানান, আমি যোগদানের আগে এ ঘটনাটি ঘটে। তারপরও আমি বিষয়টি জানার পর ওই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন যে, টাকা আত্মসাত করেননি
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/এইচজে