ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে শিশু গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার দাবি ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
মিরপুরে শিশু গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার দাবি ‘আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালাম টোলারবাগ এলাকায় ইসমাইল হোসেন (১২) নামে এক গৃহকর্মী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে ওই শিশু আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে গৃহকর্ত্রী-গৃহকর্তা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ওই শিশুর মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ইসমাইলের গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

তার বাবার নাম নজরুল ইসলাম।  

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, গত দুই বছর যাবত দারুস সালাম টোলারবাগ এলাকার একটি বহুতল ভবনের ১০ তলায় গৃহকর্তা শফিকুল ইসলাম ও গৃহকর্ত্রী মলি বেগমের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল নিহত শিশু ইসমাইল ।

এসআই জানান, শফিকুল-মলি দম্পতির দাবি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ছাদে কাপড় শুকাতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ছাদের রডের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ইসমাইল। পরবর্তী সময়ে বাসার লোকজন ছাদে গিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ গিয়ে হাসপাতাল থেকে ইসলামের মরদেহ উদ্ধার করে।  

পুলিশ জানায়, শুরুতে শিশুটির পরিবারের কাউকে না পাওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছিল তার মরদেহ। পরে পরিবারের লোকজন গেলে সুরতাহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় প্রচলিত নিয়মে  থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ইসমাইলের আত্মহত্যার কারণ জানার জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০ 
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।