ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
না’গঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারের হস্তক্ষেপে কল্পনা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালামত এলাকায় গিয়ে তিনি এ বিয়ে বন্ধ করেন।

জানা গেছে, কল্পনা কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ছিল তার বিয়ে। বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে সেখানে হাজির হন ইউএনও। সঙ্গে ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেনসহ এলাকার লোকজন।

ইউএনও শুক্লা সরকার বলেন, ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেই।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।