ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় তিন সেলাই, থানায় অভিযোগ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় তিন সেলাই, থানায় অভিযোগ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি স্বাস্থ্য কেন্দ্রে সিজার করতে গিয়ে নবজাতকের মাথা কেটে তিন সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নবজাতকের মামা এনামুল হক।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা রুখসানা ইসলাম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, আমাদের না জানিয়ে নবজাতকের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মইনুল ইসলামের স্ত্রী রুখসানাকে সিজারের জন্য আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ওইদিন দুপুর ২টার দিকে সিজার সম্পন্ন করে রাত আনুমানিক ১০টার দিকে স্বাস্থ্য কেন্দ্রেটির কেবিনে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে নবজাতকটি কান্না শুরু করলে বাচ্চাকে দুধ পান করানোর সময় তার মাথায় তিনটি সেলাই দেখতে পান মা রুখসানা।

এ ব্যাপারে সিজারকারী চিকিৎসক ফেরদৌস মহল রুনী বাংলানিউজকে বলেন, নবজাতকটির কোনো সমস্যা নেই। কিছুদিন পর ক্ষত ঠিক হয়ে যাবে।

ওই স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন) মো. রফিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার বাংলানিউজকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।