ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক আটক রোমান র‌্যাব হেফাজতে।

বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব সদস্যরা বগুড়া সদর উপজেলার বৃন্দাবন পূর্বপাড় এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায়।

এ সময় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত রোমান মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার হিজলী এলাকার মিঠু মিয়ার ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী বাংলানিউজকে জানান, আটক রোমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার আগে সংগ্রহ করতেন। পরে তা অর্থের বিনিময়ে কোমলমতি পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন।  

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোম্পানি কমান্ডার রওশন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।