ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে র‌্যাবের হাতে ভুয়া কাজী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
না’গঞ্জে র‌্যাবের হাতে ভুয়া কাজী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে জাল স্ট্যাম্প, দলিল ও কম্পিউটার জব্দ এবং ভুয়া কাজীসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালতপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইসলাইল হোসেন, সফিকুল ইসলাম, চঞ্চল, ভুয়া কাজী কবির হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল দলিল, ভুয়া স্ট্যাম্প ও কাবিননামা তৈরি করতেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।