ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেদিনীপুর ওরশের জন্য ভারতের বিশেষ ট্রেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
মেদিনীপুর ওরশের জন্য ভারতের বিশেষ ট্রেন

ঢাকা: রাজবাড়ী থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর ওরশে যাচ্ছে বিশেষ ট্রেন ‍যাচ্ছে। এবার ট্রেনে ২ হাজার ৩৩৩ বাংলাদেশি পুণ্যার্থী থাকছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, ভারতের রেলওয়ে বিভাগ ২৪টি খালি বগি রাজবাড়ী পাঠাবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজবাড়ী থেকে এই ট্রেন ছাড়বে। মেদিনীপুর পৌঁছাবে ১৭ ফেব্রুয়ারি। আবার মেদিনীপুর থেকে ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি ছেড়ে আসবে। গেদে-দর্শনা সীমান্ত হয়ে ট্রেনটি ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছাবে।

প্রতিবছর মেদিনীপুরের হজরত আলী আবদুল কাদের সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) বার্ষিক ওরস শরীফ হয়। এই ওরশ উপলক্ষে ভারত সরকার থেকে বাংলাদেশিদের জন্য বিশেষ ট্রেন দেয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।