ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঁতার প্রশিক্ষণে বরাদ্দ দেড় কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
সাঁতার প্রশিক্ষণে বরাদ্দ দেড় কোটি টাকা

জাতীয় সংসদ ভবন থেকে: ৪ থেকে ১৪ বছরের মেয়ে ও ছেলে শিশুদের পানিতে ডুবে যাওয়া প্রতিরোধকল্পে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে দেড় কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা এ তথ্য জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, শিশুর সুরক্ষিত ও নিরাপদ জীবন নিশ্চিত করতে শিশু বিষয়ক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের ভিশন-২০২১ লক্ষ্যমাত্রা অর্জন করা।

শিশুকে সাঁতার শেখানোর মাধ্যমে শিশু জীবনের নিরাপত্তা বিধান করা।

২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধকল্পে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

২০১৮ সালের জুলাই হতে ২০২১ সালের জুন পর্যন্ত পানিতে ডুবে যাওয়া প্রতিরোধকল্পে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার ৮টি উপজেলায় ও ১টি পৌরসভায় বাস্তবায়িত হবে। মুন্সিগঞ্জ জেলার ২টি উপজেলা ও ১টি পৌরসভায় (মীরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ সদর ও লৌহজং) সুনামগঞ্জ জেলার ৩টি উপজেলা (সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ) এবং সিরাজগঞ্জ জেলার ৩টি উপজেলায় (বেলকুচি, তাড়াশ, কাজীপুর) বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত ৪ থেকে ১৪ বছরের মেয়ে ও ছেলে শিশুদের কর্মসূচির উপকারভোগী হিসেবে গণ্য করা হবে।

২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধকল্পে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৫টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট ৪০ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস এডুকেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিইএইচডি) ফাউন্ডেশন বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।