ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের ৮ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের ৮ সদস্য আটক

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের নামে ভুয়া প্রশ্ন সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- নাসির বিল্লাহ (২৪), জুবায়ের (২৫), জাহিদ (২৩), সেলিম হোসেন (২৮), সেলিম উদ্দিন (২৫), ফিরোজ (৩৯), শাহজাহান (২৫) ও আসাদ সিকদার (৫৫)।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া চাকরি প্রদানের নানাবিধ নথিপত্র ও সরঞ্জামাদিসহ ভুয়া প্রশ্নপত্র ফাঁসের একাধিক তথ্য জব্দ করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, তারা ভুয়া প্রশ্নপত্র ফাঁস এবং ভুয়া চাকরি প্রদানের নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তারা ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে পাবলিক পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল।

বর্তমানে চলমান এসএসসি পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র ফাঁসেরর নামে ভুয়া প্রশ্ন সরবরাহ করে আসছিল। চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপে ভুয়া প্রশ্ন সরবরাহ করে এসএসসি পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল।

এছাড়া, চক্রটি গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের টার্গেট করে চাকরি দেয়ার নামে শতাধিক জনের সঙ্গে প্রতারণা করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
পিএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।