ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলচ্চিত্রের ক্রান্তিকাল কেটে গেছে: তথ্যমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
চলচ্চিত্রের ক্রান্তিকাল কেটে গেছে: তথ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলচ্চিত্র অঙ্গনের ক্রান্তিকাল কেটে গেছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত প্রকাশ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ৫ দিনব্যাপী 'আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬' এর সমাপনী ও হীরালাল সেন পদক' প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উৎসবে প্রদর্শিত হয় দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এর মধ্যে আলফা চলচ্চিত্রটি পদকের জন্য নির্বাচিত হয়। যার পরিচালক ছিলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন সিঙ্গেল স্ট্রিম সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের সিনেপ্লেক্সগুলো দিনে দিনে বাড়ছে। ঢাকা শহরে এখন ৪টি সিনেমা হল হয়েছে আগামী এক দেড় বছরে আরও চার-পাঁচটি সিনেপ্লেক্স চালু হবে। চট্টগ্রাম শহরে একটি চালু হয়েছে আগামী এক-দুই বছরে আরও কয়েকটি চালু হবে। দেশের অন্যান্য জেলা শহরগুলোতেও সিনেপ্লেক্স তৈরি হচ্ছে। আমাদের চলচ্চিত্র শিল্পের যে বন্ধ্যাত্ব ছিল, ক্রান্তিকাল ছিল তা কেটে গেছে। আমাদের মধ্যবিত্ত যারা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এখন সিনেমা হলে যাওয়া শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্য চলচ্চিত্রের যে চিত্র ছিল তা বদলে যাবে।

সমাপনী দিনে প্রদর্শিত চলচ্চিত্রগুলো হল- ন ডরাই (তানিম রহমান অংশু), অশিক্ষিত (আজিজুর রহমান), বাংলা (শহীদুল ইসলাম খোকন), এই ঘর এই সংসার (মালেক আফসারী) ও কাঠবিড়ালী (নিয়ামুল হাসান মুক্তা)।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।