ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নকল ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে নকল ফেনসিডিলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে এবার নকল ফেনসিডিলসহ সোহেল রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোহেল রানা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ-কানসাট মহাসড়কের পূর্বপাশের কয়লাবাড়ী গ্রামের একটি আমবাগানে এক যুবক মাদক বিক্রি করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭ বোতল আসল ও ৯৩ বোতল নকল ফেনসিডিলসহ এক যুবককে আটক করে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।  

এ সময় আটক যুবক সোহেল রানার কাছে নগদ ৩ হাজার টাকা জব্দ করে র‌্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।