ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন জানান, শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় আরগন ডেনিম লিমিটেড কারখানায় আগুন লাগে।

খবর পে‌য়ে শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের ৩টি ইউ‌নিট কর্মীরা ঘটনাস্থ‌লে রওনা দেন। ত‌বে ফায়ার সা‌র্ভিস পৌছা‌নোর আ‌গেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভা‌নো হয়।

কারখানার প্রডাকশন অফিসার মো. নাছিমুল কবির জানান, টিনশেড কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ ঘটনায় দু’জন সামান্য আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।