রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত করতে আদালত পরিচালনার সময় এ আল্টিমেটাম দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
তিনি জানান, সাতদিনের মধ্যে সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানারের ইংরেজি লেখা নিজ উদ্যোগে না সরালে সিটি করপোরেশন তা অপসারণ করে জরিমানা ও মামলার আওতায় আনবে। প্রাথমিক জরিমানা পাঁচ হাজার টাকা করা হবে। তারপরও না মানলে জারিমানার মাত্রা বাড়বে।
২০১৪ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক। কিন্তু ২০১৮ ও ২০১৯ সালের বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও সব নামফলকে ইংরেজির পাশাপাশি বাংলা লেখা নিশ্চিত করা সম্ভব হয়নি।
জসীমউদ্দিন অ্যাভিনিউ থেকে আজমপুর পর্যন্ত এ সচেতনতামূলক অভিযান চলে। এ সময় আরএকে টাওয়ার, কেয়া ক্র্যাফট, প্যারাডাইস টাওয়ার, যমুনা ব্যাংক, বাটা, ইনফিনিটি, টপটেন, অপু, হাওয়াইসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। সাতদিনের মধ্যে বাংলায় নামফলক তৈরি করবেন বলে জানায় এ প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
পিএস/এফএম