বাবু মোল্লা উপজেলার চরকালেখা গ্রামের হাবিব মোল্লার ছেলে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে কিশোরীকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলো বাবু মোল্লা। ২০১২ সালের ২৩ মার্চ কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজী নিয়ে গিয়ে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে। ওই বছরের ৬ আগস্ট কিশোরী বিয়ের কাবিননামা রেজিস্টার করার জন্য বললে বিয়ের কথা অস্বীকার করে বাবু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মুলাদি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল। মামলায় ১১ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এমএস/ওএইচ/